ইসরায়েলের ভেতরে রকেট ছুঁড়েছে হামাস
Share Now..
ইসরায়েলের ভেতরে আবারও রকেট হামলার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার তেল আবিব এবং আশপাশের এলাকায় বিমান হামলার সাইরেনও বাজানো হয়েছিল। খবর রয়টার্সের।
চিকিত্সকরা জানিয়েছেন, তেল আবিবের দুই নারী আহত হয়েছেন। গাজায় যখন ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরালো করেছে এর জবাবে রকেট ছোঁড়ার পর ওই দুইজন আহত হয়েছেন।
সামরিক বাহিনী বলেছে, ৭ অক্টোবর গাজা এবং অন্যান্য ফ্রন্ট থেকে ইসরায়েলের ওপর প্রায় সাড়ে ৯ হাজার ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে ।এর মধ্যে ২ হাজার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
গাজা রকেটের প্রায় ১২ শতাংশই স্থানীয়ভাবে তৈরি। এগুলো ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে কমই হামলা করেছে। বেশিরভাগই ইসরায়েলি ভূখন্ডে পড়েছিল বলে সামরিক বাহিনী জানিয়েছে।