ইসরায়েল সংশ্লিষ্ট পর্তুগিজ জাহাজ দখলে নিয়েছে ইরান

Share Now..

হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট পর্তুগিজ জাহাজ ‘এমসিএস এআরইএস’ দখল করে নিয়েছে ইরান। জাহাজ ট্র্যাকিং সাইট মেরিন ট্রাফিক জানিয়েছে, জাহাজটি বর্তমানে পারস্য উপসাগর দিয়ে যাত্রা করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি ধনকুবের আইয়াল ওফারের ‘জোডিয়াক মেরিটাইম’ শিপিং কোম্পানির সঙ্গে এই জাহাজ যুক্ত। জাহাজটিতে ২০ জন ফিলিপাইনের নাগরিক আছেন বলে জানা গেছে।

আরবভিত্তিক সংবাদমাধ্যমগুলোর তথ্য বলছে, ইরানি বাহিনী যে জাহাজটি জব্দ করেছে সেটি ছিল মূলত বাণিজ্যিক। কন্টেইনার বহনকারী জাহাজটি ভারতের দিকে যাচ্ছিল।

এর আগে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি ভিডিও প্রকাশ করে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহর থেকে ৫০ নটিক্যাল মাইল (৯২ কিলোমিটার) উত্তর-পূর্ব থেকে জাহাজটি জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ইরানের হামলা নিয়ে উচ্চ সতর্ক অবস্থায় আছে ইসরায়েল। ইরানের হামলার হুমকির মধ্যেই এই ঘটনা ঘটলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *