ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি করোনা আক্রান্ত হরিনাকুন্ড ও মহেশপুর উপজেলায় মৃত ২ জনসহ মোট ১১৫ তম লাশ দাফন সম্পন্ন করলো।
লিপি খাতুন,বয়স-৪৭,
স্বামীঃ মোঃ সাইদুর রহমান,গ্রামঃ ফলশী,ডাকঘর ও উপজেলা হরিণাকুণ্ডু,ঝিনাইদহ গত ২৫/০৬/২০২১ অসুস্থ হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে করোনার নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।চিকিৎসা শেষে ০১-০৭-২০২১ বাড়িতে আসেন এবং ০৪-০৭-২০২১ সন্ধ্যা ৭.৩০ টায় ইন্তেকাল করেন। ০৫-০৭-২০২১ তাং রাত ০১.০০ টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার স্বামীরও করোনা পজিটিভ।
২।মোঃ মতিয়ার রহমান,বয়স-৫৩
পিতা-গোলাম রহমান মোল্লা,
গাড়াবাড়িয়া, মহেশপুর পৌরসভা,উপজেলা মহেশপুর, ঝিনাইদহ ২৫-০৬-২০২১ তাং করোনা
আক্রান্ত হয়।শারীরিক অবস্থা অবনতি হলে ০২-০৭-২০২১ তাং মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থা আরো খারাপ হলে ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায়
০৫-০৭-২০২১তাং রাত ১২.০৫ টায় ইন্তেকাল করেন।০৫-০৭-২০২১ তাং সকাল ১০.০০ টায় স্হানীয় গোরস্থানে দাফন করা হয়।
ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মজিবর রহমান মহোদয়ের অনুমতিক্রমে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সার্বিক তত্ত্বাবধানে স্ব- স্ব উপজেলার উপজেলা দাফন কমিটির সদস্য ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়।ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটির মাধ্যমে উক্ত ২ জনসহ মোট এ পর্যন্ত ১১৫জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করা হলো।
Wow, fantastic weblog format! How long have you been blogging for?
you made blogging glance easy. The total glance of your site
is great, as neatly as the content! You can see similar here sklep internetowy