ঈদের আগের দুইদিন পোশাক শ্রমিকদের একত্রে মহাসড়কে যেতে নিষেধাজ্ঞা

Share Now..

ঈদের আগের দুইদিন পোশাক শ্রমিকরা নিজস্ব প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া পায়ে হেটে একত্রে মহাসড়কে আসতে পারবে না বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান, অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান।

রোববার (২৬ মে) আসন্ন কোরবানির ঈদে মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করা নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, পোশাক কারখানাগুলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের গাড়িতে করে স্টপেজে পৌঁছে দিতে হবে। এতে হুট করে লেগে যাওয়া যানজট কমবে বলে সভায় মত দেন সংশ্লিষ্টরা। এবারের ঈদ যাত্রা গত ঈদের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলেও জানান তিনি।

সভায় ঈদের সময় মহাসড়কে চাদাবাজি ইস্যুতেও কথা বলেন ট্রাক মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। চাদাবাজির বিভিন্ন স্পটের অভিজ্ঞতা তুলে ধরেন তারা। চাদাবাজি ঠেকাতে ড্রোন ক্যামেরাসহ অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বলে জানায় পুলিশ। আলোচনা হয় রাস্তার ওপর গরুর হাট ও যেখানে সেখানে পশু লোড-আনলোড করা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *