ঈদের তারকাবহুল ২০ নাটকের খবর

Share Now..

ঘনিয়ে এলো ঈদুল আজহা। বছরের দ্বিতীয় বড় উৎসব। এই উৎসবকে ঘিরে শোবিজ জগতে নতুন কাজের জোয়ার আসে। এবারও সেটার ব্যতিক্রম হচ্ছে না। অসংখ্য নতুন নাটক, গান উপহার দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এবারের ঈদে তারকাবহুল ২০টি নাটক নিয়ে আসছে ভাইসব প্রোডাকশন নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের জনপ্রিয় নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের নিয়ে এসব নাটক নির্মিত হয়েছে। ঈদের অনুষ্ঠানমালায় নাটকগুলো দেখতে পারবেন দর্শকরা।

ভাইসব-এর জন্য দুটি নাটক নির্মাণ করেছেন মোস্তফা কামাল রাজ। এগুলো হলো ‘চিরকুমার সংঘ (২০২২ সংস্করণ)’ এবং ‘করাপশন’। সম্পূর্ণ কুমিল্লায় চিত্রায়িত চিরকুমার সংঘ নাটকটিতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, হাসান মাসুদ, কচি খন্দকার, সিদ্দিক, জামিল, সোহেল খান এবং অনিক। এটি দেখা যাবে বাংলাভিশনে। ‘করাপশন’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। এছাড়াও আছেন তাসনিয়া ফারিণ, সাজু খাদেম, হাসান মাসুদ, ডা. এজাজ প্রমুখ। নাটকটি দেখা যাবে এটিএন বাংলায়।

নির্মাতা মাইদুল রাকিব বানিয়েছেন দুটি নাটক। একটি হলো ‘আম্মাজান’। যেখানে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মনিরা মিঠু প্রমুখ। নাটকটি প্রচার হবে বাংলাভিশনে। দ্বিতীয় নাটকটি হলো ‘ঝগড়াটে বউ’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন নিয়ল আলমগীর ও জে এস হিমি। এটি প্রচার হবে এটিএন বাংলায়।

মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেছেন তিনটি নাটক। এগুলো হলো নিলয়-তানিয়া বৃষ্টি অভিনীত ‘কিসমত’, নিলয়-সেমন্তি সৌমি অভিনীত ‘ক্লাসমেট’ ও মুশফিক ফারহান- সামিরা খান মাহি অভিনীত ‘আতঙ্ক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *