ঈদের দিন রাত ১০টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের নির্দেশ
রবিবার (১০ জুলাই) দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন হবে। ওই দিন রাত ১০টার মধ্যে প্রত্যেককেই নিজ নিজ কোরবানির পশুর বর্জ্য অপসারণ করতে হবে। এবং সিটি করপোরেশন ও পৌরসভাগুলোও একই দায়িত্ব নিতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনার এসব নির্দেশনার কথা জানান।
এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রতিনিধি ইউহো হায়াকাওয়ার সঙ্গে বৈঠক করেন।
মন্ত্রী বলেন, ‘কোরবানির ঈদ দেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কোরবানির পশুর হাট, পশু জবাই করার পর বর্জ্য অপসারণ এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে সভা করে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’
যত্রতত্র কোরবানির পশুর হাট না বসানোর অনুরোধ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট হাটের বাইরে পশুর হাট বসিয়ে কিংবা মহাসড়কে হাট বসিয়ে যাতে মানুষের চলাচলে কেউ বাধা সৃষ্টি না করতে পারে, সেজন্য সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে হাট বাজারে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করে ও নিয়মিত মাস্ক ব্যবহার করে, সেটা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।’