ঈদে ‘চিড়িয়া ঘরে’ থাকছেন কেয়া-তৌসিফ

Share Now..

ঈদের বিশেষ নাটক ‘চিড়িয়া ঘরে’ অভিনয় করেছেন অভিনেত্রী কেয়া পায়েল ও তৌসিফ মাহবুব। সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মান করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই।

নাটকটি নিয়ে বাপ্পি বলেন, একটি অদ্ভুত পরিবারের গল্প রয়েছে এই নাটকে। যে পরিবারের একমাত্র প্রাণস্পন্দন ছোট মেয়ে কেয়া পায়েল। যার কাজই হচ্ছে পরিবারের সব সদস্যের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করা। অথচ সেই মেয়েটিই নিজের মনের মানুষটিকে পেতে পোড়াতে হচ্ছে কাঠ-খড়।

নিজের চরিত্র প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বিধাতার কাছে কিছু চাইলে সেটা বুঝে শুনে চাইতে হয়। তা না হলে কখন কোন চাওয়া কবুল হয়ে যায়, সেটা বলা মুশকিল।

যেমন, আমার চরিত্রের মেয়েটি ছোটবেলা থেকে চিড়িয়াখানা খুব পছন্দ করতো। মনে মনে ভাবতো, সে যেন আজীবন এমন চিড়িয়াখানায় আসতে পারে। বড় হওয়ার পর মেয়েটি লক্ষ্য করলো, তার নিজের ঘরটাই চিড়িয়াখানায় পরিণত হয়েছে! এমনই এক অদ্ভুত পরিবারের গল্প এটি।’

এছাড়া প্রযোজক এসকে সাহেদ আলি পাপ্পু জানান, সদ্য শুটিং শেষ হওয়া বিশেষ এই নাটকটি ঈদের অন্যতম নাটক হিসেবে মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কেয়া-তৌসিফ ছাড়াও ‘চিড়িয়া ঘরে’ আছেন সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *