ঈদে বৈশাখী টিভিতে নতুন ১৯ নাটক

Share Now..

এবারই প্রথম ঈদুল আজহা উপলক্ষে সর্বাধিক ১৯ নতুন নাটক প্রচার হচ্ছে বৈশাখী টিভিতে। এরমধ্যে ১৪টি একক এবং ৫টি ৭ পর্বের ধারাবাহিক। প্রতিদিন রাত ৮টা ১০ মিনিট ও ১১টা ০৫ মিনিটে দুটি করে একক নাটক প্রচার হবে।

ঈদের দিন প্রচার হবে রুমান রনির রচনা ও পরিচালনায় ‘হাঁটা জামাই’। অভিনয়ে রাশেদ সীমান্ত, উর্মিলা শ্রাবন্তী কর, মাহা ও অলিউল হক রুমি। একই দিন

হিরন সোহেলের রচনা ও এস এম হামিদ সোহেলের পরিচালনায় প্রচার হবে ‘পান সুপারী ভালোবাসা’। অভিনয়ে আনিসুর রহমান মিলন, ফারজানা রিক্তা, হান্নান শেলী।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে সালাউদ্দিন লাভলু, মৌসুমী হামিদ অভিনীত ‘দেন মোহর’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মনিরুজ্জামান মনি, পরিচালনা অনন্য ইমন এবং মিলন ভট্ট’র রচনা ও পরিচালনায় ‘নয়ন তারা স্টোর’। অভিনয়ে অহনা, রাশেদ সীমান্ত, নরেশ ভূঁইয়া প্রমুখ।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে তারিক মুহম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘ভাইয়ের সাথে একান্ত আলাপে’। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী মৌ, কচি খন্দকার, মুকিত জাকারিয়া প্রমুখ। শৌর্য দীপ্ত সূর্য’র রচনায় ও শাকিল আহমেদের পরিচালনায় ‘পেজগী নেকাব্বর’। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম, হান্নান শেলী প্রমুখ।

ঈদের চতুর্থ দিন প্রচার হবে ‘সন্দেহ বিবি’। অভিনয়ে মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, সুজাত শিমুল, স্নেহা প্রমুখ। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য ও পরিচালনা মজিবুল হক খোকন। জাকির হোসেন উজ্জলের রচনায়, মনিরুজ্জামান মনির পরিচালনায়, নিলয় আলমগীর, টয়া প্রমুখ অভিনীত ‘ব্ল্যাক মেইল’।

ঈদের পঞ্চম দিন প্রচার হবে টিপু আলম মিলনের গল্পে সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায় সজল, সারিকা সাবাহ প্রমুখ অভিনীত ‘বাবু’। রওনক হাসান, নাবিলা ইসলাম, তারিক স্বপন, হান্নান শেলী, নূরে আলম নয়ন প্রমুখ অভিনীত ‘গরীবের সুন্দরী বউ’। গল্প টিপু আলম মিলন, চিত্রনাট্য মমর রুবেল ও পরিচালনা বর্ণনাথ।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘ঢাকাইয়া মাইয়া’। মির্জা রাকিবের রচনায় ও সাদেক সিদ্দিকীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, মৌমিতা মৌ, সাগর সিদ্দিকী, সুভা প্রমুখ।

ঈদের ৭ম দিন প্রচার হবে আগুন আহমেদের রচনায়, ফেরারী অমিতের পরিচালনায় ‘তালাকনামা’। অভিনয়ে শতাব্দী ওয়াদুদ, উর্মিলা শ্রাবন্তী কর, শেলী আহসান, আশরাফুল আশিস প্রমুখ।

৭ম দিন ঈদ আয়োজনের সর্বশেষ নাটক হলো ‘ডিভোর্সী বউ’। শাওন, সারিকা সাবা, শ্রাবন্তী সেলিনা প্রমুখ অভিনীত এ নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। চিত্রনাট্য ও পরিচালনা শৌর্য দীপ্ত সূর্য)।

ঈদের ৭ দিনের ঈদ আয়োজনে প্রচার হবে ৭ পর্বের ৫টি ধারাবাহিক নাটক। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ‘মজনু ভাই জিন্দাবাদ’। অভিনয়ে সজল, উর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, ডা. এ জাজ, অরিন, শফিক খান দিলু প্রমুখ। রচনা আহমেদ ফরুক , পরিচালনা কাজী সাইফ আহমেদ।
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ‘রুপকথা’। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন, সামিনা চৌধুরী, সাহাদৎ হোসেন, শিমরিন লুবাবা, শপ্তর্ষী, শামীম ভিস্তি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *