ঈদে সাফার ‘দূরে কোথায়’

Share Now..

এই ঈদে বরাবরের মতোই রেকর্ডসংখ্যক নাটকে দেখা যাবে অভিনেত্রী সাফা কবিরকে। জানা গেছে, সাফা অভিনীত এক ডজনের বেশি নাটক প্রচার হবে বিভিন্ন মাধ্যমে। সেই তালিকায় থাকা ‘দূরে কোথায়’ নাটকটি ঈদের দিন সন্ধ্যা ৭টায় প্রচার হবে দীপ্ত টিভিতে। তারেক রেজা রহমানের পরিচালনায় সাফার সঙ্গে নাটকটিতে অভিনয় করেছেন খায়রুর বাসার। 

নাটকটির গল্পে দেখা যাবে, মহুয়া মফস্বল শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। প্রকৃতিপ্রেমী সৃজনশীল একজন। প্রকৃতিকে অন্তরে ধারণ করে, এমন এক ছেলে শিমুলের মোহাবিষ্ট হয়ে প্রেমে পড়ে সে। মানুষের মন বিচিত্র। এজন্যই হয়তো শিমুল নতুন একজনের খোঁজ পেয়ে মহুয়াকে ছেড়ে চলে যায়। হঠাৎ এভাবে ছেড়ে চলে যাওয়ায় মহুয়া খুব কষ্ট পায় এবং কিছুটা স্বাভাবিকতা হারিয়ে ফেলে। ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে পরিচয় হয় মহুয়া এবং সৌনকের। সৌনক নিজেও একটু দুর্বল হয়ে পড়ে মহুয়ার প্রতি। 

ঈদ নাটক প্রসঙ্গে সাফা বলেন, ‘দেখুন, ঈদে আমার নাটকের সংখ্যা বেশি হলেও মানের দিকে ছাড় দিইনি। গল্প-চরিত্র পছন্দ হলে তবেই সেই কাজটি করেছি। আমার দর্শকরা বিরক্ত হবেন না।’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *