ঈদ সালামি দিয়ে স্বামীর জন্য উপহার কিনেছেন পরীমণি

Share Now..


পরীমণির এবারের ঈদ কেটেছে কলকাতা এবং ঢাকায়। ঈদে রাজের কাছ থেকে এক লাখ টাকা সালামি পেয়েছেন তিনি। আর এই ঈদ সালামি নিয়েই গিয়েছিলেন কলকাতায়।পরীমণি গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের ঈদে রাজের কাছ থেকে প্রায় এক লাখ টাকার সালামি পেয়েছেন। যা বেশ জোর করেই আদায় করেছেন তিনি। ওই টাকায় কলকাতায় গিয়ে নিজের জন্য মেকআপের সরঞ্জাম কিনেছেন।এছাড়া পরীমনি কলকাতা থেকে রাজের জন্য ডায়েরি, নোটবুক, কলম আর সিনেমা রিলেটেড কয়েকটি বই নিয়ে এসেছেন। পরীমনি জানান, রাজ লেখালেখি ও পড়তে ভীষণ পছন্দ করে। ভেবেছি ওর জন্য এর চেয়ে ভালো উপহার আর কিছুই হতে পারে না।ঈদের দুই দিন আগে কলকাতায় যান পরীমনি। সেখানে বছরের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করেছে আনন্দবাজার অনলাইন। প্রতি বছরই দুই বাংলার মানুষের মধ্যে থেকে ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে পুরস্কৃত করে আসছে গণমাধ্যমটি।

2 thoughts on “ঈদ সালামি দিয়ে স্বামীর জন্য উপহার কিনেছেন পরীমণি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *