উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

Share Now..

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি-অস্ত্র জব্দসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ওয়ান শুটারগান ১টি, রাইফেলের গুলি ৩ রাউন্ড, শর্টগানের কার্তুজ ২ রাউন্ড ও ৫ রাউন্ড রাইফেলের গুলির খোসা জব্দ করা হয়।

শুক্রবার (৫ জুলাই) ভোরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা যুবকরা হলেন উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবায়ের (২৬) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মো. শফিক (৩৩)। গ্রেপ্তার যুকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহঅধিনায়ক (পুলিশ সুপার) আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানতে চাইলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, দেহ তল্লাশি করে তিন রাউন্ড রাইফেলের গুলি, পাঁচটি রাইফেলের গুলির খোসা এবং কোমরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় পাওয়া দুটি শর্টগানের কার্তুজ জব্দসহ তাদের গ্রেপ্তার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা যুবকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *