উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

Share Now..

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ানশুটারগান ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে দুটি ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বর্ধিত ক্যাম্প-৪ এর মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার, এ-২৯ ব্লকের রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের আতাউল্লাহ।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটারগান, এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুজন এবং তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। ১৪ এপিবিএন, জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। 

এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তাররা ক্যাম্পে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছিল বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ চলছে৷ এর মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *