উগান্ডার কাছে জিম্বাবুয়ের হার
২০২৪ টি-টোয়ান্টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও উগান্ডা। কাগজে-কলমে উগান্ডার থেকে জিম্বাবুয়ে এগিয়ে থাকলেও এই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারায় উগান্ডা।
গতকাল নামিবিয়ার রাজধানী উইন্ডহোয়েকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব মাঠে মুখোমুখি হয় এ দুই দল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। ২ চার ও ৪ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া ইনোসেন্ট কাইয়া ২৩, উইলিয়ামস ২১ ও রায়ান বার্ল ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
জিম্বাবুয়ের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রানে প্রথম ও ১২ রানে দ্বিতীয় উইকেট হারায় উগান্ডা। সেখান থেকে রজার মুকাসা, আলপেশ রমজানি, রিয়াজাত আলী শাহ ও নিদেশ নাকরানি ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে ৫ উইকেটের জয় তুলে নেন।
এই জয়ে ৩ ম্যাচের ২টিতে জিতে বাছাইপর্বের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে উগান্ডা। ৩ ম্যাচের মাত্র ১টিতে জিতে জিম্বাবুয়ে আছে চতুর্থ স্থানে। ৩ ম্যাচের ৩টিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে নামিবিয়া ও কেনিয়া আছে শীর্ষে।