উত্তর কোরিয়ায় আফ্রিকান সিংহ, বাদামি ভালুক পাঠালেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় ৭০টির বেশি প্রাণী পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উপহার হিসেবে এসব প্রাণী উত্তর কোরিয়ায় পাঠিয়েছে।
গার্ডিয়ান বলছে, এসব প্রাণীর মধ্যে আফ্রিকান সিংহ ও দুইটি বাদামি ভালুক, ৪৫টি তিতির রয়েছে। এছাড়া দুইটি দেশি ইয়াক এবং ৪০টি মান্দারিন হাঁস ও পাঁচটি সাদা কাকাতুয়া উত্তর কোরিয়ায় পাঠিয়েছে রাশিয়া। বুধবার (২০ নভেম্বর) রুশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার মস্কো চিড়িয়াখানা থেকে এই প্রাণীগুলো উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। রুশ সরকার জানিয়েছে, উত্তর কোরিয়ায় জনগণের জন্য পুতিনের ‘উপহার’ হিসেবে এসব প্রাণী দেশটিতে পাঠানো হয়েছে। এসব প্রাণী উড়োজাহাজে করে উত্তর কোরিয়ায় পাঠানো হয়। পাঠানোর সময় মস্কো চিড়িয়াখানার প্রাণিচিকিৎসকেরা সঙ্গে ছিলেন।
রয়টার্স জানিয়েছে, ইতোমধ্যে পিয়ংইয়ং কেন্দ্রীয় চিড়িয়াখানায় প্রাণীগুলো স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, উপহার হিসেবে পুতিনের পাঠানো বিরল প্রাণীগুলো গ্রহণ করেছে পিয়ংইয়ং।
The ultimate gaming experience is just a click away! Lucky Cola