উত্তর কোরিয়ার আবর্জনার বেলুন উড়ে এলো দক্ষিণ কোরিয়ার প্রাসাদে 

Share Now..

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উড়ে এসে পড়েছে উত্তর কোরিয়ার আবর্জনাভর্তি একটি বেলুন। প্রতিবেশী দুই রাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এমন ঘটনা ঘটল। খবর এবিসি নিউজের। 

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, আজ সকালে উত্তর কোরিয়া থেকে উড়ে আসা আবর্জনাভর্তি বেলুন আকাশে বিস্ফোরিত হয়েছে। এরপর প্রেসিডেন্ট কার্যালয়ের আশপাশে এটির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরাপত্তা পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এতে বিপজ্জনক কোনো ঝুঁকি বা দূষণ সৃষ্টি করেনি। 

এবিসি নিউজ বলছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনাভর্তি বেলুনের ধ্বংসাবশেষ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে পড়ল।   দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বেলুনের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও তার স্ত্রীকে বিদ্রূপ করে লেখা প্রচারপত্রও ছিল।

উত্তর কোরিয়ার এমন কার্যকলাপের প্রতিবাদে সীমান্তে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে। 

One thought on “উত্তর কোরিয়ার আবর্জনার বেলুন উড়ে এলো দক্ষিণ কোরিয়ার প্রাসাদে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *