উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনারের নির্দেশ
\ ঝিনাইদহ অফিস \
আগত উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন নির্বাচন কমিশনার ব্রিঃ জেঃ (অবঃ) আহসান হাবিব খান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শাক্তিশালীভাবে তাদের কাজ করে তবে কোথাও কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। আমরা সুন্দর এবং স্বচ্ছ ৬ষ্ট উপজেরা নির্বাচন উপহার দিতে চাই। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার সময় তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১ টায় ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর মোট ৫টি জেলার ডিস, এসপি, নির্বাচন কমিশনসহ মাঠ পর্যায়ের বিভিন্ন শ্রেণীর সরকারী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে প্রায় ২ঘন্টা ব্যাপি চলে রুদ্ধদ্বার বৈঠক। এরপর তিনি বেলা ১টার দিকে জেলার গণমাধ্যম কর্মিদের ইন্টারভিউ প্রদান করেন । সেখানে ঝিনাইদহ জেলা প্রশসক এসএম রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আজিম উল আহসানসহ বাকী ৪ জেলার ডিসি, এসপি উপস্থিত ছিলেন । নির্বাচন কমিশনার আহসান হাবীব জানান, বিগত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে প্রমানিত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদেরকে নির্বিঘেœ, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত ও ভোটপ্রদানের সুষ্ঠু ও সুনদ্র পরিবেশ তৈরীতে যা যা করতে হয় স্থানীয় প্রশাসন তাই করবে। কোন ভাবেই যেন ভোটরারা যেন অসন্তষ্ট ও ভীতির সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বদা সজাগ থাকতে হবে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে ধাপে ধাপে নির্বাচন হবে। খুব স্বাভাবিক ভাবেই নির্বাচন আরো সুন্দর হবে বলে তিন দাবী করেন।
Hello, of course this article is genuinely fastidious and I have learned lot of things from
it regarding blogging. thanks.
prednisone 10mg buy online: prednisone 4 mg daily – where can i buy prednisone without a prescription
amoxicillin script: cost of amoxicillin – amoxicillin 500 mg purchase without prescription
buy medicines online in india https://indiaph24.store/# best online pharmacy india
best india pharmacy
buying from online mexican pharmacy: Online Pharmacies in Mexico – buying prescription drugs in mexico