উ. কোরিয়ার লাখ লাখ কামানের গোলা, রকেট কিনছে রাশিয়া

Share Now..


উত্তর কোরিয়া থেকে লাখ লাখ কামানের গোলা ও রকেট কিনছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস রাশিয়ার এই অস্ত্র কেনা নিয়ে সর্বপ্রথম প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ঠিক কি অস্ত্র কিনছে বা চালানের সময় বা আকার সম্পর্কে সামান্য বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

অজ্ঞাত এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রিপোর্টে বলা হয়েছে, স্বল্প পাল্লার রকেটের বাইরে রাশিয়া ভবিষ্যতে উত্তর কোরিয়ার আরও অস্ত্র সরঞ্জাম কেনার চেষ্টা করবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়ার অস্ত্র কেনার মানে হচ্ছে, আংশিকভাবে রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে তীব্র সরবরাহের ঘাটতিতে ভুগছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে রাশিয়া উত্তর কোরিয়া ও ইরানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরান থেকে ড্রোন কিনছে রাশিয়া। ইরান এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে নিন্দা জানায়নি। উল্টো সংঘাতের জন্য পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণকে দায়ী করেছে।

জুলাইতে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করে ইউক্রেন। পূর্ব ইউক্রেনের দুটি স্বঘোষিত প্রজাতন্ত্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার দলে রাশিয়ার সঙ্গে যোগ দেয় উত্তর কোরিয়া।

One thought on “উ. কোরিয়ার লাখ লাখ কামানের গোলা, রকেট কিনছে রাশিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *