এই প্রতিবন্ধি মেয়েটি কার ?
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
এক মাস আগে উদ্ধার হওয়া প্রতিবন্ধী যুবতী মেয়েটির বাড়ির সন্ধান মিলছে না। মেয়েটি এখন ঝিনাইদহের শৈলকুপার উপজেলার বাদালশো গ্রামের লিয়াকত আলী খাঁর বাড়িতে রয়েছে। কুড়িয়ে পাওয়া মেয়েটি শুধু পরানপুর নামে একটি গ্রামের নাম বলতে পারছে। তার নাম জিজ্ঞাসা করলে বলছেন সীমা। মেয়েটির বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বছর হবে। বাদালশো গ্রামের লিয়াকত আলী খাঁ বলেন, এক মাস আগে সন্ধার দিকে তার স্ত্রী বাড়ির পাশে মাঠের মধ্যে দেখতে পান একটি যবতী মেয়ে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে আসলেও মেয়েটি একই স্থানে বসে থাকায় নিরাপত্তার কথা ভেবে মেয়েটিতে তিনি বাড়ি নিয়ে আসেন। তারপর থেকে ওই মেয়েটি তার বড়িতেই রয়েছেন। বাড়ির কথা জিজ্ঞাসা করলে বলছেন পরানপুর এবং নিজের নাম বলছেন সীমা। প্রায় সব মসয় মেয়েটি মিটিমিটি করে হাসে। মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চান লিয়াকত আলী খাঁন। মেয়েটির কেও সন্ধান পেলে ০১৭৪৩৭৩৩৮৮৯ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আমিরুজ্জামান বলেন মেয়েটি যে ব্যক্তির তত্বাবধানে আছে তিনি থানায় অবহিত করলে আমরা মেয়েটির পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।