এই মৌসুমের শাস্তি আগামী মৌসুমে পাবেন পান্ডিয়া
চলমান আইপিএলের এবারের মৌসুম ভালো কাটেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের। টুর্নামেন্টের শুরুর থেকেই নিজ দলের দর্শকদের তোপের মুখে পড়েন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দুয়োধ্বনি দিয়ে টুর্নামেন্ট শুরু করা হার্দিক টুর্নামেন্ট শেষ করল নিষেধাজ্ঞা দিয়ে।
গেল পরশু রাতে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামে গেল আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। দ্বিতীয় ইনিংসে ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই ভালো শুরু পেলেও শেষ অবদি হারতে হয় ১৮ রানে। যদিও আগেই আসর থেকে বিদায় নিয়েছিল মুম্বাই। অন্যদিকে আইপিএলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বোলিং ইনিংস শেষ করতে হয় দলগুলোর। তিন ম্যাচে নির্ধারিত সময়ের ইংনিস শেষ করতে না পারলে দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানা করা হয়।
গেল পরশু ম্যাচসহ এবারের আসরে মোট তিন ম্যাচে নির্ধারিত সময়ে বোলিং ইনিংস শেষ করতে পারেনি হার্দিকের নেতৃত্বাধীন মুম্বাই। যার কারণে আগামী এক ম্যাচ খেলতে পারবেন না হার্দিক। চলতি মৌসুমে হার্দিকের আর কোনো ম্যাচ না থাকায় আগামী মৌসুমে এই শাস্তি ভোগ করতে হবে তাকে। এছাড়াও স্লো ওভারের কারণে ৩০ লাখ রুপি তথা ৪২ লাখ টাকা জরিমানা করা হয় তাকে। শুধু অধিনায়ক নয়, স্লো ওভার রেটের কারণে মুম্বাইয়ের একাদশে থাকার সব ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
Hi! I’ve been following your website for some time now and finally got the bravery to go ahead and give you a shout out from Kingwood
Tx! Just wanted to mention keep up the excellent job!