একই গানে দুই বোন
এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাথী খান। ফোক ঘরানার গানে তার মূল আগ্রহ। অন্যদিকে সামান্তা শিমু এ প্রজন্মের ব্যস্ত মডেল। সম্পর্কে তারা আপন বোন! এবার তারা দুজনে এক হলেন একই গানে। একজন গাইলেন, অন্যজন মডেল হলেন। ‘বনমালী’ নামের এই বিশেষ গানচিত্রটি সিডি চয়েসের ব্যানারে উন্মুক্ত হয় ৩ জুন। প্রকাশের পর বেশ সাড়া ফেলে গানটি। এতে সামান্তা শিমুর বিপরীতে মডেল হিসেবে আছেন চিত্রনায়ক আসিফ ইমরোজ। দ্বীন শরতের বিখ্যাত গান ‘বনমালী তুমি’-এর মূল দুটি লাইন ঠিক রেখে মৌলিক আয়োজনে নতুন গানটির কথা লিখেছেন কাজী শাহিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন রোহান বেলাল কণ্ঠশিল্পী সাথী খান বলেন, ‘গানটি অনেক সময় নিয়ে করেছি। সুর ও সংগীতায়োজন মিলিয়ে দারুণ হয়েছে। ভিডিওতে ডিএমএস ফ্ল্যাশ ডান্স কোম্পানির সবাই দারুণ করেছে। আর মডেল হিসেবে সামান্তা শিমু আর আসিফ ইমরোজ তো অসাধারণ। গানটি প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি।’ মডেল সামান্তা শিমু বলেন, ‘আমি শতাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছি। সব কাজের বাইরে এটি একেবারে আলাদা। কারণ, নিজের বোনের গানে মডেল হয়েছি।’