একটি কম্বল কেড়ে নিল ২টি তাজা প্রাণ

Share Now..

শৈলকুপায় পল্লী বিদ্যুতের ২ মিটার রিডার এর মৃত্যু
\ বিশেষ প্রতিনিধি, শৈলকুপা \
একটি কম্বল ২টি তাজা প্রাণ কেড়ে নিল। ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামের। সকল ৯ টার সময় কম্বল কেচে শুকানোর জন্য ভিজা কম্বল উঠানে টাঙানো বিদ্যুতের তারে নেড়ে দেওয়ার সময় বাসার সাইট লাইনের বিদ্যুতের তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয়ে পল্লী বিদ্যুতের হাটফাজিলপুরের সাব জোনাল অফিসের ২ মিটার রিডারের মৃত্যু হয়। নিহতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার রাজ্জাক সর্দ্দারের ছেলে আসাদ সর্দ্দার (২০) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের শামীমুল হকের পুত্র এনামুল হক (২৫)। তারা দু’জনই কামান্না গ্রামের মহিউদ্দিন বিশ^াসের বাসায় ভাড়া থাকতো। এমন মৃত্যূ কেউ মেনে নিতে পারছে না। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেশী মমতাজ বেগম বলেন, সকাল ৯টার সময় আমার ছোট্ট শিশু ভাতিজি আমাকে বলে ২ জন লোক মরে রয়েছে বাড়ীর উঠানে। এরপর এসে দেখি বিদ্যুতের তারে কম্বল নাড়া আছে আর উঠানে ২জন লোক মরে পড়ে আছে।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জি এম মোঃ ইমদাদুল ইসলাম বলেন, বাড়ির উঠানে বিদ্যুতের টানানো তারে কম্বল কেচে নেড়ে দেওয়ার সময় বাড়ির সাইট লাইনের বিদ্যুতের তার এই উঠানের বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে আমাদের এই ২ মিটার রিডারের মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল বলেন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমাদের পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে যদি তাদের পরিবার মরদেহ চায় তাহলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *