একদিনে হিজবুল্লাহর ৬৫ যোদ্ধাকে হত্যা

Share Now..

লেবাননের দক্ষিণাঞ্চলে গত একদিনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৬৫ জনের বেশি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রোববার (২০ অক্টোবর) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল লেবাননের ১৭৫টি জায়গা লক্ষ্যবস্তু করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, এসব জায়গা থেকে হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক ভবনে হামলা চালানোর জন্য ব্যবহার করত।  তবে ইসরায়েলের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।

এর আগে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা চালায় হিজবুল্লাহ। তবে হামলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী বাসভবনে ছিলেন না বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েল।  এই হামলার কড়া প্রতিবাদ জানিয়ে হুঁশিয়ার বার্তা দিয়েছে নেতানিয়াহু। তিনি এই হামলার জন্য ইরানি এজেন্টদের দায়ী করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *