এক ওভারে ৪ উইকেট, এই কীর্তির মালিক কয়জন?

Share Now..

ক্রিকেটের সব ফরম্যাটেই এখন ডট বলকে সোনার দামে যাচাই করার সমান। সেখানে যদি ডট বলের সঙ্গে উইকেট থাকে, তার মূল্য হবে হিরার মতোই দামী! এক ওভার বল করে যদি উইকেট আসে চারটি, তাকে বলা যেতে পারে অমূল্য। ক্রিকেটের সব সংস্করণে হরহামেশাই বোলাররা পাঁচ উইকেট পান। কিন্তু এক ওভারে চার উইকেট খুব কমই দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে দুর্লভ সেই ঘটনা ঘটেছে মাত্র দশবার। 

ক্রিকেটের টেস্ট সংস্করণে এক ওভারে ৪ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে ছয়বার। পাঁচবারই এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের বোলাররা। ১৯২৯-৩০ সালে নিজের অভিষেক ম্যাচেই ইংলিশ বোলার মরিস অ্যালোম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো এই কীর্তি গড়েন। ১৭ বছর পর ১৯৪৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেন ক্র্যানস্টন ভাগ বসায় এই কীর্তিতে। ১৯৬৫ সালে ফ্রেড টাইটমাস একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে, ১৯৭৮ সালে ক্রিস ওল্ড এজবাস্টনে পাকিস্তানের বিপক্ষে এবং ২০০০ সালে অ্যান্ডি ক্যাডিক হেডিংলিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি অর্জন করেন। ইংলিশ বোলারদের বাইরে একমাত্র ক্রিকেটার হিসেবে পাকিস্তানের ওয়াসিম আকরাম ১৯৯০ সালে লাহোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেন।

অন্যদিকে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে চার উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে মাত্র তিনবার। ২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চামিন্দা ভাস প্রথম তিন বলেই হ্যাটট্রিক করেন এবং ওভারের শেষ বলে তুলে নেন চতুর্থ উইকেটটি। ২০০৭ সালে লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের নামের পাশে এই রেকর্ড যুক্ত করেন। ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ ২০২৩ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারে নেন চার উইকেট। এছাড়া ক্রিকেটের ছোট সংস্করণ টি-টোয়েন্টিতেও এক ওভারে চার উইকেট শিকারের নজিরও আছে। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা নিউজিল্যান্ডের সঙ্গে ২০১৯ এক ওভারে ৪ উইকেট তুলে নিয়ে এই কীর্তি গড়েন। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৫ উইকেট শিকারও করেন পাকিস্তানের মোহাম্মদ আমির। কিন্তু বোলার হিসেবে সব উইকেট তার না হওয়ায় তিনি এই তালিকায় আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *