এক ‘ঘরে’ হলিউড-বলিউড!

Share Now..

সারাবছরই বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে বেড়ান জনপ্রিয় মার্কিন গায়িকা রিহান্না। তবে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে তার দেখা পাওয়া আকাশ-কুসুম কল্পনা। এবার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিলেন এশিয়ার অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি। আগামী ১২ জুলাই মাসে গাঁটছড়া বাঁধবেন আম্বানি-পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এর আগে টানা ৩ দিন চলবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। যা আজ (গতকাল) থেকে শুরু হয়েছে। সেই মঞ্চ মাতাতেই গুজরাটের জামনগরে হাজির হয়েছেন রিহান্না। 

সারাবছরই বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করে বেড়ান জনপ্রিয় মার্কিন গায়িকা রিহান্না। তবে কোনো ব্যক্তিগত অনুষ্ঠানে তার দেখা পাওয়া আকাশ-কুসুম কল্পনা। এবার সেই কল্পনাকেই বাস্তবে রূপ দিলেন এশিয়ার অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি। আগামী ১২ জুলাই মাসে গাঁটছড়া বাঁধবেন আম্বানি-পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এর আগে টানা ৩ দিন চলবে প্রাক-বিবাহ অনুষ্ঠান। যা গতকাল থেকে শুরু হয়েছে। সেই মঞ্চ মাতাতেই গুজরাটের জামনগরে হাজির হয়েছেন রিহান্না। 

গত বৃহস্পতিবার সকালে জামনগরে মেয়েকে নিয়ে পৌঁছে গেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সঙ্গে নীতু কাপুর। অনুষ্ঠানে তাদের নাচতে দেখা যাবে বলে জানা গেছে। তাদের পাশাপাশি ৩ দিনের উদযাপনে অরিজিত্ সি, দিলজিৎ দোসাঞ্জ, বি প্রাক, প্রীতম, হরিহরন এবং অজয়-অতুলের পারফর্ম্যান্সও থাকছে।

অন্যদিকে, একইদিন কড়া নিরাপত্তা বেষ্টনীর ঘেরাটোপে বলিউড ভাইজান সালমানকে দেখা গেছে জামনগরের বিমানবন্দরে। অর্জুন কাপুর হাজির হয়েছেন বোন জাহ্নবী কাপুরের সঙ্গে। মানুষী চিল্লার, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রারাও আগে-ভাগেই চলে গেছেন। 

এছাড়া অনুষ্ঠানে যুক্ত হয়েছেন শাহরুখ খান, গৌরী খান, আরিয়ান খান, সুহানা খান, ক্যাটরিনা কাইফ,অক্ষয়, ঐশ্বরিয়া, বরুণ ধাওয়ানসহ একঝাঁক তারকা। তাদের পথেই হেঁটেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। তবে অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর ও অনন্যা পান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *