এক বছরে তৃতীয় ফাইনালে ভারত, যা বললেন দ্রাবিড়

Share Now..

মাত্র এক বছরের ব্যবধানে বৈশ্বিক টুর্নামেন্টের তৃতীয় ফাইনালে উঠেছে ভারত। গত জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে রোহিত শর্মার দল। এরপর নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে ফাইনালের পর এবার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। বিষয়টিকে ভালো খেলার ধারাবাহিকতা বলে মনে করছেন দলটির প্রধান কোচ রাহুল দ্রাবিড়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে দ্রাবিড় বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমি মনে করি এটা ভালো যে আমরা ধারাবাহিক এবং ভালো ক্রিকেট খেলছি। অনেক বছর ধরে, বিশেষ করে গত বছর, যেমন আপনি বলেছিলেন, তিনটি ফরম্যাটেই এক নম্বর হওয়া, ফাইনালে খেলা একটি ভাল জিনিস।’

ভালো করার কৃতিত্ব ক্রিকেটারদের দিয়েছেন ভারতের এই কোচ। তিনি বলেন, ‘এটার কৃতিত্ব প্রাপ্য ছেলেদের (ক্রিকেটার)। অনেক ছেলে যারা টেস্ট ক্রিকেটার, যারা আমাদের ওয়ানডে খেলোয়াড় এবং আমাদের টি-টোয়েন্টি খেলোয়াড়ও। সুতরাং, ভারতীয় ক্রিকেট অনেক ধারাবাহিকতা দেখিয়েছে এবং এটা খুবই আনন্দের বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *