এক বছরে নেই আমাজনের ২২ শতাংশ

Share Now..

পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনে চলছে নজিবিহীন উজাড়ের ঘটনা। গত এক বছরে শুধু ব্রাজিলের অংশেই ২২ শতাংশ বনাঞ্চলে উজাড় হয়েছে। গত ১৫ বছরের মধ্যে যা সর্বোচ্চ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সম্প্রতি ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা আইএনপিই প্রকাশ করেছে এ ভয়াবহ তথ্য। তারা জানায়, ২০২০ সালের আগস্ট থেকে এ বছরের জুলাই পর্যন্ত তোলা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তথ্যটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, এ সময়ের মধ্যে ১৩ হাজার ২৩৫ কিলোমিটার এলাকায় অবৈধভাবে বৃক্ষনিধন করা হয়েছে।

বিবিসি জানায়, নিধন হওয়া অঞ্চল অন্তত ১৭টি নিউইয়র্ক শহরের সমান। অথচ সদ্য শেষ হওয়া জলবায়ু সম্মেলন কপ-২৬ এ ২০২৮ সাল নাগাদ বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদীই এর জীবনীশক্তি। ৯টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এই বন বিস্তৃত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়। আমাজনে ৪০ হাজার প্রজাতির প্রায় ৩ হাজার ৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় এখানে। যার কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *