এখনই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন না স্টোকস

Share Now..

ওয়ানডে ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তবে বিশ্বকাপের আগে অধিনায়ক জশ বাটলারের অনুরোধে অবসর ভেঙ্গে আবারো ওয়ানডে ক্রিকেটে ফেরেন তিনি। কিন্তু বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরও ওয়ানডে থেকে এখনই অবসর নিচ্ছেন না স্টোকস।

গতকাল (১১ নভেম্বর) পাকিস্তান ম্যাচের পর স্টোকসকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বিশ্বকাপ শেষেই ওয়ানডে থেকে আবার অবসরে যাবেন কি-না। উত্তরে তিনি বলেন, ‘আগেও বলেছিলাম যে কাজের চাপের কারণেই এই সংস্করণ থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। আমি টেস্ট অধিনায়ক, সামনে অনেক খেলা আসছে, অনেক কিছু আছে যা আমি টেস্ট দলের হয়ে করতে চাই। এটি এমন একটি সিদ্ধান্ত যা সম্ভবত আমাকে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছ। বিষয়টা নিয়ে আরও চিন্তা করতে হবে।’

হাঁটুর চোটের কারণে এবারের বিশ্বকাপে শুরুতে খেলতে পারেননি স্টোকস। তবে জানুয়ারিতে ইংল্যান্ডের টেস্ট দলের সঙ্গে ভারত সফরে ফিট হওয়ার বিষয়ে আশাবাদী এই তারকা। তিনি বলেন, ‘সামনেই ক্রিসমাস, এই সবকিছুর মধ্যে আমার হাঁটুকে ঠিক রাখাও আমার বড় কাজ। তাই আমি নিজেকে দ্রুত পুনরুদ্ধার করতে চাই।’

বিশ্বকাপ অভিযান ভাল হয়নি ইংলিশদের। কিন্তু শেষটা ভালো করতে পেরে খুশি স্টোকস। তিনি বলেন, ‘পরাজয়ের চেয়ে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা অনেক ভালো। কিন্তু আমি মনে করি না যে শেষ দুটি ম্যাচ সবকিছুকে ঢেকে ফেলবে। এই টুর্নামেন্টটি আমাদের জন্য স্পষ্টতই খুব হতাশাজনক ছিল। আমরা এটি সম্পর্কে খুব সচেতন। আমি এটা অনেকবারই বলছি যে, খুবই খারাপ খেলেছি। এটাকে ভুলতে হবে ও নতুন করে লড়াইয়ে নামতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *