এখনই নিজেকে সাকিবের বিকল্প হিসেবে দেখছেন না মিরাজ
মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মাঝেও লড়াই করেছেন মেহেদী হাসান মিরাজ। অল্পের জন্য মিস করেন সেঞ্চুরি। তার ৯৭ রানে ভর করে ইনিংস ব্যবধানে হার এড়ায় টাইগাররা। এছাড়া ধারাবাহিকভাবে রান করছেন এই টাইগার অলরাউন্ডার। তাই অনেকে সাকিব আল হাসানের বিকল্প হিসেবে মিরাজকেই ভাবনায় রাখছেন।
তবে এখনই নিজেকে সাকিবের বিকল্প হিসেবে দেখছেন না মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। এ সময় তিনি বলেন, ‘আপনারা সবাই এই কথাটা বলেন যে সাকিব ভাইয়ের জায়গায় আমি! তিনি ১৭ বছরে অনেক কিছু অর্জন করেছেন। বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার। আমি ব্যাটিংয়ে ধারাবাহিক ভাবে রান করা শুরু করেছি এক দুই বছর ধরে। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে। সাকিব ভাই ওনার জায়গায় আছেন, আমি আমার জায়গায়। একজন ক্রিকেটারের সঙ্গে আরেকজনের তুলনা না করলে ভালো হয়।’ মিরাজ আরও বলেন, ‘আমরা সবাই জানি, সাকিব ভাইয়ের অর্জন কত। আর আমি যেখানে ব্যাটিং করি ৭-৮ নম্বরে। সাকিব ভাই সবসময় টপ-অর্ডারে (ওপরের দিকে) ব্যাটিং করেছেন। তো এটা একটা বাধা। আমার যখন সময় আসবে, অবশ্যই আমি চেষ্টা করবো দলের প্রয়োজনে ভালো করতে।’ মাত্র ৩ রানের জন্য টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাননি মিরাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস করা সবসময়ই খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা আমি যে পরিকল্পনায় খেলতে চেয়েছি ওটা যদি করতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমি চেয়েছিলাম দলকে যতদূর নেওয়া যায়। কিন্তু খুব বেশি এগোতে পারিনি।’
Gaming is the ultimate escape Who else agrees Lucky Cola