এখনই শরিফুলকে নিয়ে চিন্তা নয়, ফিরছেন তাসকিন

Share Now..

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের মূল চিন্তাটা দলের ব্যাটারদের ছন্দে ফেরানোকে ঘিরেই। লম্বা সময় ধরেই টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন। এর মধ্যে নতুন করে মাথাব্যথার কারণ হয় তাসকিন ও শরিফুলের চোট। দলের এই দুই তারকা পেসার আসরের মূলপর্বের আগেই ছিটকে যান বাইরে। 

এসবের মধ্যেই বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় আসরের প্রথম ম্যাচে চেনা প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে শান্তরা। আর এই ম্যাচের আগে গতকাল যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের মুখোমুখি হয়ে স্বস্তির খবর দিয়েছেন টাইগার প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শুনিয়েছেন চোটাক্রান্ত শরিফুলকে নিয়ে নিজেদের পরিকল্পনা ও প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার আশার বাণী।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুলের বর্তমান কন্ডিশন জানিয়ে লিপু বলেন, ‘চোট আমাদের চিন্তার কারণ হয়েছে যুক্তরাষ্ট্রে আশার আগে থেকেই এবং এখানে আশার পর শরিফুলের ইনজুরিটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত। কারণ তার ছয়টা সেলাই পড়েছে। তো রিকভারি মূল্যায়ন করতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হচ্ছে।’ 

তবে এখনই শরিফুলের বিকল্প হিসেবে স্কোয়াডে কাউকে দেখতে চাচ্ছেন না লিপু। আরও কয়েক দিন অপেক্ষা করতে চান তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দেখার পরই যে কোনো সিদ্ধান্তে যেতে চান তিনি। বলেন, ‘আমার মনে হয় যে, আরও কয়েক দিন আমরা পর্যবেক্ষণ করব। কারণ বদলি হিসেবে যিনি সংযুক্ত হতে পারেন এমন একজন পেস বোলার আমরা সঙ্গে রেখেছি। হাসানকে (মাহমুদ)। সে আমাদের হাতেই আছে কিন্তু আমরা শরিফুলকে পেতে আগ্রহী এবং অনেক কিছুই নির্ভর করছে এই টুর্নামেন্টে আমরা কতদূর যেতে পারব—সেটাও একটা হিসেবের ব্যাপার। প্রথম খেলাটা (শ্রীলঙ্কার বিপক্ষে) সেখানে একটা বড় ভূমিকা রাখতে পারে তার ফলাফল। তো আমরা যদি ৯ তারিখের দিকে আরেকটা পর্যালোচনা করে তার যতটুকু রিকভারি আমরা আশা করছি, তার চেয়ে ভালো হচ্ছে নাকি অ্যাটলিস্ট আশা পর্যন্তই থাকছে—সেটা বিশ্লেষণ করে এবং আমাদের সার্বিক পারফরম্যান্স বিশ্বকাপে আমাদের প্রথম খেলা হয়ে যাবে সেটাকে দেখেই আবার হয়তো একটা সিদ্ধান্তের ব্যাপার থাকবে তখন।’

যদিও এ সময় আরেক পেসার তাসকিন আহমেদকে নিয়ে আশার খবর শুনিয়েছেন প্রধান নির্বাচক। তার মতে আসরের প্রথম ম্যাচ থেকেই তাসকিন মূল একাদশে থাকছেন। তিনি আরও বলেন, ‘আশার খবর হচ্ছে, তাসকিন আজকে বোলিং করেছেন এবং যে ফিডব্যাক আমরা পেলাম, তাতে আশা করা যাচ্ছে যে, তার যে রিকভারি এবং আজকে যে পারফরম্যান্স অ্যানালাইসিস—সে আন্দাজে আমরা আশা করতে পারি। যদি অন্য কোনো ব্যাঘাত না ঘটে, ৮ তারিখ তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন বলে এখন পর্যন্ত আমরা মেডিক্যাল টিম থেকে ফিডব্যাক পেয়েছি। এটা বলাই যায়।’

সম্প্রতি সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না টাইগারদের। ব্যর্থতা কাটাতে নানান সময় দলে বিভিন্ন পরিবর্তনও আনতে দেখা যায়। যেমনটি সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও মূলপর্বের আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরীক্ষানিরীক্ষা করেছে। যদিও তাতে কোনো কাজ হয়নি। টপ অর্ডারের ব্যাটারদের রানে ফেরানো যায়নি। তবে আশাবাদী লিপু। বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন খেলা। আমি মনে করি, প্রতিটা ম্যাচই একটা বড় চ্যালেঞ্জ। যখন শ্রীলঙ্কার থেকেও খর্বকার দলের বিপক্ষেও প্রত্যাশিত ফলাফল পাবে না সেটাতে একটা বারতি চাপ তো থাকেই। এতে করে প্রতিটা ম্যাচেই চাপ থাকে, আর এইটা থেকে মুক্তি পেতে হলে পারফরম্যান্সের দরকার আছে। তো পারফরম্যান্সের উন্নয়ন করা ছাড়া আমাদের আর কোনো কৌশল নেই। সেটাতে ভালো করেই আমাদের জয়ের খোঁজে থাকতে হবে।’ 

তবে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ লঙ্কানরাও খুব বেশি একটা সুবিধাজনক অবস্থানে নেই। যুক্তরাষ্ট্রে এসে মুল পর্বের ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে তারা। এছাড়া আসরের প্রথম ম্যাচে নিউ ইয়র্কের আলোচিত-সমালোচিত মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এককথায় তো দাঁড়াতেই পারেনি। তবে সেসব না ভেবে ভালো ক্রিকেট খেলেই লঙ্কানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চান শান্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *