এটাই আমার শেষ ইউরো: রোনালদো 

Share Now..

ক্যারিয়ারের একেবারে গোধূলি লগ্নে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৯। এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তবে এবার অবসরের ইঙ্গিত দিয়েছেন তিনি। চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছেন, এটাই তার শেষ ইউরো।

সোমবার (১ জুলাই) ইউরোর শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। এর আগে ম্যাচে পেনাল্টি মিস করে কান্না করেন রোনালদো। ম্যাচ শেষে পেনাল্টি মিস করা প্রসঙ্গে সিআরসেভেন বলেন, ‘প্রথমে বিষয়টি দুঃখের ছিল। তবে শেষে তা আনন্দে রূপ নেয়। ফুটবলে এমনই হয়। মাঝেমধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। আবার সেটাই সবকিছুই নয়। আমি এ পেনাল্টিকে দারুণ সুযোগ হিসেবে নিয়েছিলাম। তবে ওবালাক এটি রুখে দেয়।’ 

অবসর প্রসঙ্গে রোনালদো আরও বলেন, ‘এটা অবশ্যই আমার শেষ ইউরো। তবে সেই জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না। যেভাবে সকলে আমাদের সমর্থন করছেন, সেটা দেখে আমি আপ্লুত। ভক্তদের বলতে চাই, আমি অত্যন্ত দুঃখিত। এই জার্সিতে আমি সবসময় নিজের সেরাটা দিয়েছি। সারা জীবন সেটাই করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *