এনজিওর কিস্তির টাকা নিয়ে গোলযোগ \ ঋণ গ্রহিতার ননদকে চোখে মেরে গুরুতর আহত

Share Now..

\ স্টাফ রিপোর্টার \
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের হাসিলবাগ গ্রামের প্রবাসী মিজানুর খার স্ত্রী রোজিনা খাতুন ব্রেন (স্ট্রোকের রোগী বেডে শুয়ে) এর নিকট যশোরের এনজিও আদ্-দ্বীন ওয়েলফেয়ার এর কর্মী মোছাঃ কলি খাতুন (২৮) স্বামী মোঃ ফারুক (৩৫) ২৫ আগস্ট রাত সাড়ে ৮ টার সময় ঋণ গ্রহীতা রোজিনা খাতুনের বাড়ী যায়। সকালবেলা ঋণের কিস্তি না দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পূর্বের ঋণের কোন কিস্তি বাকি নাই। গড় জুলাই মাসের কিস্তি ২৫-০৭-২০২৪ ইং তারিখে পরিশোধ করেছে। রোজিনার ননদ অশালীন কথাবার্তার প্রতিবাদ করেন। এসময় কলি এবং তার স্বামী ফারুক একই গ্রামের জমির উদ্দিনের স্ত্রী জোসনা ও তার ছেলে জোবায়েরকে ব্যাপক মারধর করে। এতে জোসনার একটি চোখ নষ্ট হয়ে যায়। গতকাল ২৬ আগস্ট রোজিনার মেয়ে কবিতা কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছে। গ্রামবাসী উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবী জানিয়েছে। কবিতার পিতা বিদেশ থাকে, সেখান থেকে টাকা পাঠালে সে কিস্তির টাকা পরিশোধ করে। উক্ত পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *