এবারও হৃদয়ের পাওয়া হলো না সেঞ্চুরি
জাতীয় দলের ‘স্টার বয়’ বলে ডাকা হয় তাওহীদ হৃদয়কে। কেননা টাইগারদের হয়ে অভিষেক হওয়ার পর থেকে নিজের সামর্থ্য প্রদর্শন করে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে যাচ্ছেন। তবে হয়তো তার আক্ষেপ থাকবে এক জায়গাতেই। আর সেটি হলো দুর্দান্ত ইনিংস খেলার পরও তিন অঙ্কের ঘর স্পর্শ না করতে পারা। আরো একবার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির কাছে থেকেও ছোঁয়া হলো না। এছাড়া গতকাল সাদা বলে অর্থাৎ টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট মিলিয়ে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন হৃদয়।
গতকাল চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে টাইগারদের আগে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই সাজ ঘরের পথ ধরেন ওপেনার লিটন কুমার দাস। এরপর ১২তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৫ রানে মাদুশাঙ্কার শিকার হয়ে ফেরেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪০)। তারপরই উইকেটে আসেন গেল ম্যাচে ৩ রান করা তাওহীদ হৃদয়। ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাটে খানিকটা ধুঁকতে দেখা যাচ্ছিল তাকে। তবে এদিন যেন ব্যাট হাতে এসে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। তার অপরপ্রান্তে একের পর এক ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন হৃদয়। সচল রেখেছিলেন রানের চাকা। যা কিনা টেনে নিয়ে গিয়েছিলেন ইনিংসের শেষ বল অবদি।
এদিন উইকেটে এসে শুরুতে ধীরে-সুস্থে দেখেশুনে ব্যাট চালাতে থাকেন হৃদয়। এতে করে মাত্র দুই চারে ৭৪ বল খেলে তিনি ফিফটি করেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি ছিল হৃদয়ের সপ্তম ফিফটি। সর্বশেষ ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ফিফটি পেয়েছিলেন তিনি। এরপর ৮ ইনিংস পর আরেকটি ৫০ রানের ইনিংসের দেখা পেলেন তিনি। তবে ধীর গতিতে ফিফটি তোলার পর খোলস ছেড়ে বেড়িয়ে আসেন হৃদয়। পরের ২৮ বলে করেন ৪৬ রান। খেলে ফেলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারসেরা ইনিংসও।
তবে আক্ষেপ হয়তো থাকবে সেঞ্চুরি না পাওয়ার। ইনিংসের শেষ দুই বলে ছক্কা মারেন এই তরুণ ব্যাটার সব মিলিয়ে শেষ পর্যন্ত ৩ চার ও ৫ ছক্কায় ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তিনি। ছাড়িয়ে যান এই ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকে করা ৯২ রান। ওয়ানডে ফরম্যাটে নিজের প্রথম ম্যাচে ৯২ রান থাকাকালীন আউট হয়ে যাওয়ায় সেঞ্চুরি পাননি তিনি। আর এদিন অপরাজিত থাকার পরও নির্ধারিত ওভারের খেলা শেষ হওয়ায় পাওয়া হলো না আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
এদিকে গতকাল ৯৬ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে সাদা বলে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন হৃদয়। এই তরুণ ব্যাটারের বর্তমান রান ১০৫৭। এর মধ্যে ওয়ানডে ফরম্যাটে ২৯ ম্যাচের ২৫ ইনিংসে তিনি করেছেন ৮২৬ রান। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ১৪ ম্যাচের ১২ ইনিংসে করেছেন ২৩১ রান। এর আগে গেল বছরের শুরু অনুষ্ঠিত হওয়া বিপিএলের ব্যাট হাতে রং ছড়ানোর পর মার্চে প্রথমে ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় হৃদয়ের। পরবর্তীতে একই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় তার।
Unleash your skills in our competitive online games! Lucky Cola