এবার অধিনায়ক পরিবর্তনের ইঙ্গিত দিলেন পিসিবি সভাপতি

Share Now..

গেল বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবির পর একাধিক পরিবর্তন আনা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। এতে করে পরিবর্তন আসে দলের তিন ফরম্যাটের অধিনায়ক পদেও। টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন নেতা হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয় দলের গতি তারকা শাহীন শাহ আফ্রিদীর কাঁধে। আর নতুন অধিনায়কের অধীনে প্রথম সফরেই নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হেরে আসে পাকিস্তান। 

এরপর থেকেই গুঞ্জন চলছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের বদল হতে পারে পাকিস্তানের অধিনায়ক। এবার সেটাই আরও জোরালো করল পিসিবি সভাপতি মহশিন নাকভি। সম্প্রতি এই বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত পিসিবি সভাপতি বলেন, ‘আমি জানি না নতুন করে টি-টোয়েন্টি দলের অধিনায়ক কে হবে। শাহিনের ওপর দায়িত্ব থাকবে নাকি নতুন অধিনায়ক আসবেন। এটা ফিটনেস ক্যাম্পের পর নির্ধারণ হবে। যা আজ (গতকাল) থেকে শুরু হবে। আমরা বেশ কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো।’ 

সেইসঙ্গে নতুন অধিনায়ক পিসিবি বস আরও বলেন, ‘অধিনায়ক কে হবে, সেটা দলের নির্বাচকরা ঠিক করবেন আমাদের পরবর্তী অধিনায়ক যে হবেন, তাকে আমরা দীর্ঘ মেয়াদে দায়িত্ব দিতে চাই।’ এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরছেন দুই পাকিস্তানি ক্রিকেটার। তারা হলেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও তারকা পেসার মোহাম্মদ আমির। এই দুই ক্রিকেটের আবারও ফেরার বিষয়ে নাকভি বলেন, ‘এই মুহূর্তে আমাদের একটি বিশ্বকাপ জেতা প্রয়োজন। সবাই একটি বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে আছে। ইমাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, সে আবারও দেশের জার্সি গায়ে ফিরতে প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *