এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানালেন ওয়ার্নার 

Share Now..

আগেই জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন ডেভিড ওয়ার্নার। শুধু টেস্ট ক্রিকেট না, এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বললেন এই অজি ওপেনার। সিডনি বিদায়ী টেস্টের আগেই জানান দিলেন, ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন তিনি। ভারতের মাটতে বিশ্বকাপের ফাইনালই তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে। 

সোমবার (১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৯ সালে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের।এক যুগের বেশি সময়ে খেলেছেন ১৬১টি ওয়ানডে, যেখানে ৪৫.৩০ গড়ে করেছেন ৬ হাজার ৯৩২ রান। রানের দিক থেকে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এ সংস্করণে ২২টি শতক আছে তার, এদিক থেকে তার উপরে এবং প্রথম স্থানে আছেন রিকি পন্টিং (৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *