এবার টাইগারদের খোঁচা দিলেন জয়াবর্ধনে

Share Now..


এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে দুবাইয়ের স্পোর্টস সিটি স্টেডিয়ামে আজ মাঠে নামছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। হারলে টুর্নামেন্ট থেকে বাদ, জিতলে সুপার ফোর, এমন সমীকরণ সামনে রেখে মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের বর্তমান খেলোয়াড় থেকে শুরু করে সাবেকরা নেমেছেন কথার লড়াইয়ে। আফগানিস্তানের কাছে হারের পর বাংলাদেশকে তুচ্ছতাচ্ছ্যিল্য করে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা করেছিলেন যার শুরুটা। শানাকার সেই কথার মোক্ষম জবাবই দিয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার সুজনের সেই কথার পাল্টা জবাব দিয়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে

এমনিতেই ২০১৮ সালের নিদাহাস ট্রফির ম্যাচের পর থেকে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটীয় লড়াই পেয়েছে অন্যরকম মাত্রা। সেদিনের মতো আজও বাঁচা-মরার সমীকরণ সামনে রেখে মাঠে নামার আগে কথার লড়াই দিয়েই বেশ উত্তাপ ছড়াচ্ছে দুই দল।

আফগানিস্তানের কাছে হারের পরও লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বাংলাদেশকে এক প্রকার অবজ্ঞা করার সুরেই বলেছেন, ‘আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের বিপক্ষে খেলাটা আরেকটু সহজই হবে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ ছাড়া তেমন বিশ্বমানের কোনো বোলারই নেই।’

লঙ্কান অধিনায়কের এই বক্তব্যকে ভালো নজরে দেখেনি বাংলাদেশের আপামর ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও। কেউ কেউ শানাকার এই কথাকে অতিরিক্ত আত্মবিশ্বাস বলে আখ্যা দিয়েছেন। তার এই বিতর্কিত মন্তব্যের পর তাকে নিয়ে সমালোচনা চলছে তুমুলভাবে।

লঙ্কান অধিনায়কের এই কথার জবাবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমাদের তবুও সাকিব-মুস্তাফিজ মিলে দুজন বিশ্বমানের বোলার রয়েছে, শ্রীলঙ্কা দলে তো বরং কোনো বোলারই নেই। আমি তো এমন কাউকেই দেখি না।’

সুজনের এমন বক্তব্যের পর এবার উল্টো ক্ষোভে ফুঁসছেন লঙ্কান সমর্থকরা। কথার লড়াইয়ে যেন কেউ কাউকে একবিন্দু ছাড় দিতে নারাজ। সুজনের কথার জবাবে এবার পাল্টা তীর ছুঁড়েছেন সাবেক লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। নিজের টুইটার একাউন্টে সুজনের দেওয়া বক্তব্যের ভিডিও ফুটেজ শেয়ার করে সেটির ক্যাপশনে মাহেলা বলেন, ‘মনে হচ্ছে শ্রীলঙ্কান বোলারদের সময় এসেছে মাঠে কিছু করে দেখানোর এবং ব্যাটসম্যানদেরও নিজেদের জাত চেনানোর এটা মোক্ষম সময়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *