এবার দেশের বাজারেও কমলো সোনার দাম
আন্তর্জাতিক বাজারে কয়েক দফায় সোনার দাম কমায় এবার দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছে। যেখানে ভরিতে ১৫১৬ টাকা কমানো হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সারাদেশে নতুন এ দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) । বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যেও আন্তর্জাতিক সোনার বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ অক্টোবর থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরি প্রতি ১৫১৬ টাকা কমানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬০ হাজার ৭০ টাকা।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা। বর্তমানে ভরি প্রতি এ দাম ২২ ক্যারেটের ৭৩ হাজার ৪৮৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৫১ হাজার ২৬৩ টাকা।
সোনার দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
Wow, superb weblog layout! How long have you ever been blogging
for? you make blogging look easy. The total look of your site is
wonderful, let alone the content! You can see similar here sklep internetowy
You have observed very interesting details! ps nice web site.Raise range