এবার মহেশপুরে করোনায় আক্রান্ত হয়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী নুরুজামানের মৃত্যু
Share Now..
মহেশপুর প্রতিনিধিঃ
মহামারী করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহের মহেশপুরে আরো এক প্রতিভা কয়েক বারের শ্রেষ্ঠ মৎস্যচাষী নুরুজামানের (৪৮) করুন মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোর রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নুরুজামানের মৃত্যু হয়। নুরুজামান মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের বাসিন্দা।
এদিকে বন্ধু নুরুজামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বন্ধু পরিষদের হাসান হাবিব,শিক্ষক মনিরুজ্জামান মনির,সাংবাদিক অসীম মোদক,মিলন সিটি গোল্ডের পরিচালক মিলন রহমান,ব্যাংকার ওসমান গনি,প্রভাষক মতিয়ার রহমান,শিক্ষক শাহারিয়ার টিপু সুলতান,ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন,সুকুমার প্রামানিক,বাবলু কুন্ডু, রফিকুল ইসলাম বাবু,শিক্ষক শান্তি কুমার,নির্মল কুমার হালদার,ছানাউল্লা হকসহ সকল বন্ধু।