এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ?

Share Now..

বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের পদ থেকে ক্ষমতাচ্যুত হন বাশার আল-আসাদ। সেইদিনেই সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। দেশটিতে পরিবারসহ রাজনৈতিক আশ্রয়ে তারা আছেন বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়। 

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তিনি মস্কো ছেড়ে ব্রিটেনে যাওয়ার পরিকল্পনা করছেন।  জেরুজালেম পোস্ট বলছে, আসমা মস্কোয় নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে রাশিয়ার আদালতে আসমা আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন। ব্রিটেন ও সিরিয়ার নাগরিক আসমার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন আসমা। সেখানেই তার বেড়ে ওঠা। তবে ২০০০ সালে আসমা সিরিয়ায় যান এবং একই বছর ২৫ বছর বয়সে আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, আসাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন রাশিয়ায় মঞ্জুর হয়েছে। তবে তাকে অনেক বিধিনিষেধের মধ্যে থাকতে হচ্ছে। তার মস্কো ছাড়ার অনুমতি নাই এবং সেইসঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে যোগদানেও কড়া বিধিনিষেধ।  

রাশিয়ার কর্তৃপক্ষ আসাদের সম্পত্তি এবং অর্থ জব্দ করে রেখেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। মস্কোতে আসাদের ২৭০ কেজি সোনা, ১৮টি অ্যাপার্টমেন্ট এবং ২ বিলিয়ন ডলার অর্থ আছে। 

2 thoughts on “এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *