এমনও বিদায় হয়, চোখের জলে কথা কয়

Share Now..

ম্যাচের তখন ১১৭ মিনিট। লাউতারোর গোলে এগিয়ে আলবিসেলেস্তেরা। তখন আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলতে নামা আনহেল ডি মারিয়াকে তুলে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তখন আর নিজের অশ্রু ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলার। তখন তার চোখ বেয়ে পড়ছিল বিদায়ী অশ্রু। প্রত্যেক ক্রীড়াবিদের কাছে এই মুহূর্তটা ভীষণ যন্ত্রণাদায়ক। তখন ডাগআউটে থাকা দলের অন্য খেলোয়াড়রা, কোচিং স্টাফ থেকে শুরু করে গ্যালারিতে থাকা উপস্থিত থাকা দর্শকরা। সবাই দাঁড়িয়ে করতালির মধ্যে দিয়ে এই কিংবদন্তিকে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানান। 

শুধু মাঠে নয়, টিভির পর্দায় যারা এই দৃশ্যটি দেখেছেন তাদেরও চোখ তখন অশ্রুতে টলোমলো। এমন দুর্দান্ত ফুটবলারকে আর্জেন্টাইন সমর্থকরা মনে রাখবেন যুগ থেকে যুগান্তর। কেন না ৩৫ বছর বয়সী এই ফুটবলারের গোলে ২০২১ সালে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা খরা কাটায় আলবিসেলেস্তেরা। এরপর শুরু, টানা তিনটি টুর্নামেন্ট খেলে তিনটিতেই শিরোপা উঁচিয়ে ধরে মেসিবাহিনী।

এর আগে ২০০৮ সালে আকাশি-নীলদের জার্সি গায়ে অভিষেক হয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকার। ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন চারটি বিশ্বকাপ। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত হওয়ার বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন এই উইঙ্গার। তবে ইনজুরির কারণে জার্মানির বিপক্ষে খেলা হয়নি তার। যার কারণে আর্জেন্টাইন ভক্তরা এখনো আক্ষেপে পুড়ে। অনেকের মতে সেই ফাইনালে যদি খেলতেন ডি মারিয়া। তাহলে হয়তো আরো আগেই বিশ্বকাপ খরা কাটাতো আলবিসেলেস্তেরা। 

এছাড়াও ২০২১ কোপা আমেরিকা, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৪ সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা প্রত্যেকটি টুর্নামেন্টে লিওনেল স্কালোনির অন্যতম আস্থার প্রতীক ছিলেন বেনফিকার এই তারকা। পুরো ক্যারিয়ারে জাতীয় দলের জার্সি গায়ে মোট ১৪৫টি ম্যাচ খেলেছেন তিনি। ৩১টি গোল করার পাশাপাশি ৩২ গোলের সহযোগিতা করেন ডি মারিয়া।

বিদায় বেলায় ডি মারিয়া

ম্যাচ শেষে নিজের বিদায় বেলায় ডি মারিয়া বলেন, বিজয়ী বেসে ক্যারিয়ারের ইতি টানা তার স্বপ্ন ছিল। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল, আমি বলেছিলাম, এই কোপা আমেরিকায় আমার ক্যারিয়ারের ইতি টানছি। আমি স্বপ্ন দেখেছিলাম ফাইনালে ওঠার এবং শিরোপার জেতার। এভাবে অবসর নেওয়ার।’ 

এছাড়াও ফাইনাল ম্যাচ নিয়ে এই তারকা বলেন, ‘ফাইনালে পৌঁছানো ও শিরোপা জেতা সহজ ছিল না। আমি আগেও ছেলেদের সঙ্গে ট্রফি জিতেছে এবং তাদের সঙ্গে শিরোপা জেতা পছন্দ করতাম, এটি আমাদের প্রাপ্য ছিল। তবে বিষয়টা সহজ ছিল না। আমরা লড়াই চালিয়ে যাচ্ছিলাম ও ছেলেরা আমাকে সবকিছু দিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *