এমপি আনার হত্যাকাÐে নজরদারিতে ৬ মডেল ও নায়িকা হাই কমান্ডের গ্রিন সিগনাল পেয়ে আটক করা হয় মিন্টুকে

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় নজরদারিতে রয়েছেন ছয় চিত্রনায়িকা। তাদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। কলকাতার পুলিশের কাছে দেশের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, বাংলাদেশের ছয়জন নায়িকা ও মডেলকে কলকাতার পঞ্চলা ও গৌরবতীর ফ্ল্যাটে শাহীন নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে সময়ও কাটিয়েছিলেন। ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও কুড়িয়েছেন। বয়স ৩০ এর কোটায় বাংলাদেশি ওই নায়িকা চলনে-বলনে স্মার্ট বলে পরিচিত। আনার হত্যার ঘটনায় এই ছয় মডেল ও নায়িকাকে খুব শিগগির জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্র জানিয়েছে। দৈনিক দেশ রুপান্তরের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার (১১ জুন) বিকেলে এমপি আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। আনার হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু গ্রেপ্তার হওয়ার পর এ খুনের সঙ্গে ঝিনাইদহের ক্ষমতাসীন দলের নেতাদের জড়িত হওয়ার বিষয়টি সামনে আসতে শুরু করে। এরপরই গোয়েন্দারা জেলার নেতাদের নজরদারিতে রাখা শুরু করেন। খুনের মোটিভ জানতে সংগ্রহ করে সবার বায়োডাটা। এ হত্যাকান্ডে মাঠপর্যায়ে তদন্তের শুরুতেই সাইদুল করিম মিন্টুর সম্পৃক্ততার নাম আসে। তখন মাঠপর্যায়ে আরও তদন্ত করে ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তারা বিষয়টি হাই কমান্ডকে অবহিত করে। তাকে গ্রেপ্তারের বিষয়ে গ্রিন সিগনাল পাওয়ার পর গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গ্যাস বাবু পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিন্টুর নাম বলেছিলেন। গ্যাস বাবু আ’লীগ নেতা মিন্টুর দক্ষিণহস্ত হিসেবে পরিচিত। নৃশংস এই খুনের অন্যতম হোতা সিয়াম এখন ভারতের সিআইডির হেফাজতে রয়েছেন। পশ্চিমবঙ্গ সিআইডি বাংলাদেশের ডিবি পুলিশকে কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো যাচাই-বাছাই কারা হচ্ছে। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে গ্যাস বাবুর কথা বলেন। গ্যাস বাবু আবার ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এ খুনের সঙ্গে জড়িত হওয়ার কথা মামলার তদন্ত কর্মকর্তাদের জানান। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের ডিসি আব্দুল আহাদ সাংবাদিকদের বলেন, আনার হত্যাকান্ডে যারাই জড়িত হোক না কেন সবাইকে আইনের আওতায় আনা হবে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি। তদন্তের সঙ্গে জড়িত একাধিক কর্মকর্তা সূত্রে জানা গেছে, গ্যাস বাবু গ্রেফতার পর মিন্টুর গতিবিধি ভালো ছিল না। প্রযুক্তির মাধ্যমে তাকে ডিবি ট্র্যাকিং করা শুরু করলে তিনি ঢাকা, ঝিনাইদহ, খুলনায় অবস্থান করা শুরু করেন। আটকের আগে তার মধ্যে অস্থিরতা কাজ করে।

4 thoughts on “এমপি আনার হত্যাকাÐে নজরদারিতে ৬ মডেল ও নায়িকা হাই কমান্ডের গ্রিন সিগনাল পেয়ে আটক করা হয় মিন্টুকে

  • June 12, 2024 at 5:01 pm
    Permalink

    We’re a bunch of volunteers and opening a brand new scheme in our community.
    Your website provided us with valuable information to work on. You have performed an impressive process
    and our whole community can be grateful to
    you.

    Reply
  • June 13, 2024 at 2:41 am
    Permalink

    Excellent web site you’ve got here.. It’s hard to find quality
    writing like yours nowadays. I seriously appreciate people like you!
    Take care!!

    Reply
  • June 13, 2024 at 8:13 am
    Permalink

    Hi I am so grateful I found your weblog,
    I really found you by error, while I was browsing on Digg for something else, Anyways I
    am here now and would just like to say cheers for a tremendous post and a all round interesting blog (I also love the theme/design), I don’t have time to browse it all at the minute but I have bookmarked
    it and also added in your RSS feeds, so when I have time I will be back
    to read a lot more, Please do keep up the awesome job.

    Reply
  • June 13, 2024 at 10:56 am
    Permalink

    Very quickly this web page will be famous among all blog users, due to it’s nice posts

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *