এমপি আনার হত্যার সাথে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আ’লীগ নেতা বাবু গ্রেপ্তার

Share Now..

\ স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ \
কললিষ্টে নাম থাকায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহম্মেদ বাবু কে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা (ডিবি)। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার টিটিডিসি সড়কের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের রায়হান উদ্দীন বিশ^াসের ছেলে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাবুর গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন। গ্রেপ্তার বাবুর বড় ভাই কাজী গিয়াস আহম্মেদ গতকাল শুক্রবার দুপুরে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ডিএমপির একটি দল তাকে বাসা থেকে নিয়ে যায়। আনার হত্যার মাষ্টারমাইন্ড শিমুল ভুইয়ার কললিস্টে নাম থাকায় বাবুকে শ্রেফ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন বলে কাজী গিয়াস জানান। তিনি আরো জানান, “জনযুদ্ধ (লাল পতাকা) প্রধান কোটচাঁদপুরের বাসিন্দা ডাঃ মিজানুর রহমান টুটুল আমাদের মামাতো ভাই। শিমুলের বোনকে বিয়ে করেছিলেন ডাক্তার টুটুল। সেই সূত্র ধরে আমানউল্লাহ ওরফে শিমুল ভুইয়া এবং শাহীন উভয় আমাদের আত্মীয়। কিন্তু তাদের সঙ্গে আমাদের শুধু কেবল আত্মীয়তার সম্পর্ক, এই বাইরে কিছু নেই। তিনি আশা করেন তার ভাই বাবুকে আজই হয়তো ছেড়ে দেওয়া হবে। কারণ নিয়ে যাওয়ার সময় বাবু অতিরিক্ত কাপড় চোপড় নিতে চেয়েছিলেন, কিন্তু ডিএমপির সদস্যরা নিতে দেয়নি। শুধু প্রয়োজনীয় ওষুধ নিয়ে গেছেন। এতে মনে হয় জিজ্ঞাসাবাদ শেষ করে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে”।
এদিকে বাবু গ্রপ্তার হওয়ার পর ঝিনাইদহ, কোটচাঁদপুর ও কালীগঞ্জের আওয়ামী লীগের অনেক নেতা আতংকে রয়েছেন। কেউ কেউ আবার প্রশাসনের নজরদারীতেও আছেন। এ অবস্থায় বাবু আটক হওয়া এমপি আনারের সঙ্গে বিরোধ আছে এমন অন্যান্য নেতারাও ভয়ে তটস্থ হয়ে পড়েছেন। আ’লীগ নেতা বাবু গ্রেপ্তার হওয়ার বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপি থেকে ডিবি পুলিশ ঝিনাইদহে এসেছিল। তারা বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছে। তবে কী মামলায় বা কোন ব্যাপারে নিয়ে গেছে তা আমি নিশ্চিত বলতে পারছি না।

One thought on “এমপি আনার হত্যার সাথে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আ’লীগ নেতা বাবু গ্রেপ্তার

  • June 8, 2024 at 12:33 pm
    Permalink

    Hi there! I’m at work surfing around your blog from my new iphone!
    Just wanted to say I love reading your blog and
    look forward to all your posts! Carry on the outstanding work!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *