এলজিবিটি নিয়ে প্রচারণার সন্দেহ, মস্কোর ক্লাবগুলোতে পুলিশের অভিযান

Share Now..

এলজিবিটি নিয়ে প্রচারণার সন্দেহ রাশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মস্কোর বেশ কয়েকটি নাইট ক্লাবে অভিযান চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে কমপক্ষে তিনটি বড় ক্লাবে চালানো হয়।

অভিযানের ভিডিও অনলাইনে প্রকাশ করেছে কিছু ক্লাব। তাদের মতে, পুলিশ কর্মকর্তারা গভীর রাতে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। লোকজনকে মাথার পেছনে হাত দিয়ে মেঝেতে মুখ থুবড়ে শুয়ে পড়তে বাধ্য করেন। কিছু ক্লাবের লোকজন অনলাইনে বলছেন, মুখোশধারী দাঙ্গা পুলিশ নথিপত্র পরীক্ষা করেন। ক্লাবে থাকা লোকজনের কাছে এলোমেলোভাবে জিজ্ঞাসাবাদ করেন। বিশেষ করে ‘নগ্ন পার্টি’র দায়ে অভিযুক্ত একটি ক্লাবে টানা ৩ ঘণ্টা অভিযান চলে।

এসব অভিযানে কয়েকজনকে মাদকের প্রভাবের সন্দেহে আটক করা হয়েছে বলে জানা গেছে। যদিও কতজনকে আটক করা হয়েছে, তা স্পষ্ট নয়। এদিকে, মস্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইনফার্নো’ নামের একটি ক্লাবে অভিযানের কথা নিশ্চিত করেছে। শনিবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ২০২২ সাল থেকে রাশিয়ায় নিষিদ্ধ এলজিবিটি প্রচারণার সাথে ক্লাবের সংযোগ রয়েছে- এমন তথ্য পাওয়ার পরে পুলিশ অবৈধ কার্যকলাপ সনাক্ত করতে সেখানে পরিদর্শন করে।

এতে বলা হয়, অপারেশনাল তথ্য অনুসারে ক্লাবটি এলজিবিটি আন্দোলনের মতাদর্শ প্রচার করছিল, যা রাশিয়ায় নিষিদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানে অস্ত্র এবং অবৈধ অ্যালকোহলের একটি ভাণ্ডার পাওয়া গেছে।

মন্ত্রণালয় অন্যান্য ক্লাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেনি এবং তল্লাশির সময় আটক সম্পর্কিত তথ্যও প্রকাশ করেনি।

মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, অভিযানের সময় তিনটি ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছিল। ইনফার্নো নামের ক্লাবটির প্রবেশদ্বার সিলগালা করে দেওয়া হয়। সরানো হয় এর লোগো।

রাশিয়া ২০১০ সালের গোড়ার দিক থেকে এলজিবিটিকিউ সম্পর্কিত আইন কঠোর করছে। প্রথমে ২০১৩ সালে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে এর প্রচারণা নিষিদ্ধ এবং পরে ২০২২ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই বছর রাশিয়ান সুপ্রিম কোর্ট ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্ট’ নিষিদ্ধ ঘোষণা করে এটিকে একটি ‘চরমপন্থী’ সংগঠন হিসাবে উল্লেখ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *