এশিয়ান গেমস ব্রোঞ্জ পদক জয়ীরা পেলেন আর্থিক পুরস্কার

Share Now..

শৃঙ্খলা, শৃঙ্খলা এবং শৃঙ্খলা। এই একটা কথা বারবার মনে করিয়ে দিচ্ছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। খেলোয়াড়দের কাছে পেলেই তিনি একটা কথা বারবার তুলে আনছেন খেলা যেটাই হোক শৃঙ্খলাটা যেন থাকে। শফিউদ্দিন আহমেদ খুব জোর দিয়ে বলেছেন, ‘ডিসিপ্লিন মেনে চলতে হবে। জাতির জন্য খেলতে হবে। তখন জাতি স্মরণ রাখবে।’ 

গত সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের নারী ও পুরুষ দল ব্রোঞ্জ পদক জয় করে ফিরেছে। বিওএর সভাপতি দুই দলকে অর্থ পুরস্কার তুলে দিয়েছেন। গতকাল সেনা প্রধানের দপ্তরে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে অর্থ পুরস্কার তুলে দেন। বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.), সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও বিওএর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিওএর মহাপরিচালক সামছুল আলম খান জানান, ছেলে ও মেয়েদের দলের জন্য ৩৬ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। বিওএর নীতিমালা অনুযায়ী পুরস্কারের অর্থ দেওয়া হয়েছে। ক্রিকেটাররা খুশি, তারা অর্থপুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *