এশিয়া কাপ ধরে রাখতে ১১০% দিতে চান জ্যোতিরা

Share Now..

পুরুষ জাতীয় ক্রিকেট দলের মতোই বাংলাদেশ নারী দলের সামনে ব্যস্ত সূচি। যার শুরুটা হবে অক্টোবরে ঘরের মাঠে এশিয়া কাপ দিয়ে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরের তকমা নিয়ে খেলতে নামবেন সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতিরা। ঘরের মাঠে খেলা হওয়ায় শিরোপা ধরে রাখার ব্যাপারে বদ্ধ পরিকর টাইগ্রেসরা।

আজ বুধবার মিরপুরে দলীয় অনুশীলন শেষে অধিনায়ক জ্যোতি বলছিলেন, ‘২০১৮ সালের পর যখন আর এশিয়া কাপ হলো না, ফলে আমরা কিন্তু এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে আছি। সালমা আপুর হাতে শিরোপা এসেছে, এবার যেহেতু আমাদের মাঠে খেলা, দল হিসেবেও আমরা শক্তিশালী। কারণ নিজের মাঠে সবাই সেরা।’

সঙ্গে যোগ করেন জ্যোতি, ‘এশিয়া কাপের আগে আমরা যেহেতু বিশ্বকাপ বাছাই পর্ব খেলব, আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। ইচ্ছে তো আছে ট্রফি নিজের ঘরে আছে নিজেদের ঘরেই রাখার জন্য। ১১০% দিয়ে চেষ্টা করব আমাদের ট্রফি আমাদের ঘরেই রাখতে।’

২০১৮ সালে ইতিহাস গড়ে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল জেতে এশিয়া কাপ শিরোপা। যা নারী-পুরুষ মিলিয়েই এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন। দীর্ঘ বিরতির পর চলতি বছর অক্টোবরে সিলেটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে অবশ্য সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে বাংলাদেশ নারী দল। সে লক্ষ্যেই মিরপুরে শুরু হয়েছে ক্যাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *