এসি মিলানে খেলতে চান এমবাপ্পে

Share Now..

ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সাত মৌসুমের সম্পর্কে ছিন্ন করেছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। আগামী মৌসুম থেকে পিএসজির জার্সি গায়ে দেখা যাবে না তাকে। এছাড়া গুঞ্জন আছে—নতুন মৌসুমে স্প্যানিশ জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফরাসি তারকা স্ট্রাইকার। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করে জানায়নি এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। 

তবে গুঞ্জন রয়েছে এ চুক্তি এবার হতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত। তবে তার মধ্যেই নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে নতুন করে রহস্যের জন্ম দিয়েছেন এমবাপ্পে। প্রকাশ করেছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলার ইচ্ছাও।

সম্প্রতি স্কাই স্পোর্টস ইতালিকে একটি সাক্ষাত্কার দেন ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পে। সেখানে নিজেকে এসি মিলানের এক জন বড় ভক্ত বলে জানান তিনি। বলেন, ‘আমি যখন ছোট ছিলাম। তখন আমি এসি মিলানের অনেক বড় ভক্ত ছিলাম। আমি যদি কখনো ইতালিতে যাই, তাহলে আমি এসি মিলানের হয়ে খেলব। আমি ইতালির লিগে মিলানের প্রতিটা খেলা দেখি।’ 

এসি মিলানের প্রতি তার ভালোবাসা কোথায় থেকে জন্মাল। এই বিষয়ে এমবাপ্পে বলেন, ‘আমি যখন ছোট ছিলাম। আমাদের পাশাপাশি একটি পরিবার থাকত। তারা সবাই মিলানের অনেক বড় ভক্ত ছিলেন। আমি সবসময় তাদের বাড়িতে যেতাম ও তাদের সঙ্গে বসে মিলানের খেলা দেখতাম। এখনো আমি দেখি।’

এছাড়াও সিরি ‘আ’ লিগ নিয়ে এই ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি। আমি সিরি ‘আ’ লিগ দেখি। কারণ লিগটি অনেক ভালো। পরের বছর এই লিগ থেকে অনেক দল চ্যাম্পিয়ন লিগ খেলবে। তারা অনেক উন্নতি করেছে। তাদের জন্য অনেক শুভকামনা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *