এ কারণেই আমাদের দেশে দাবাড়ু কম: ফাহাদ

Share Now..

‘গ্র্যান্ডমাস্টার হতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হয়। দিনে ১২ ঘণ্টা অনুশীলন করতে হয়—ভিয়েতনাম থেকে গতকাল বিকালে ঢাকায় এসে কথাগুলো বলেছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার প্রথম নর্ম জয় করে ফিরেছেন তিনি। আরও তিনটি নর্ম অর্জন করতে আরও বেশি পরিশ্রম করতে হবে। 

পরিশ্রমের সেই ব্যাখ্যা দিতে গিয়ে ফাহাদ বললেন, ‘জিএম হতে হলে ১০/১২ ঘণ্টা অনুশীলন করতে হয়।’ তাহলে পড়ালেখা অন্যান্য কাজ কখন করবে? ১০/১২ ঘণ্টা যদি দাবা খেলায় চলে যায় দিনের অন্য কাজ কীভাবে করবে। জবাবে ফাহাদ বলেন, ‘এ কারণেই আমাদের দেশে দাবাড়ু কম। দাবায় ভালো করতে হলে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতে হয়। দাবা খেলাটাকে প্রথম পছন্দ হিসেবে নিতে হবে। এডুকেশন দ্বিতীয়। চেসটাকে যদি প্রথম দেখা না হয় তাহলে হবে না। সহজে বললে দাবা আগে পড়ালেখা পরে।’

ফাহাদ রহমান ভিয়েতনামের টুর্নামেন্টে রানার আপ হয়েছেন। ৭ পয়েন্ট পেয়েছেন বলে সেখান থেকে জিএম নর্ম অর্জন করা গেছে। ফাহাদের ভাষায়, ‘জিএম হওয়ার স্বপ্নের একধাপ পূরণ হয়েছে।’ জিএম নর্ম পেতে অনেক সময় চলে গেল কিনা? ফাহাদ বললেন, ‘তা তো অবশ্যই। আমি কয়েক বার নর্মের কাছে গিয়েও পারিনি। ১ পয়েন্টের জন্য হয়নি। হাফ পয়েন্টের জন্য হয়নি। এমন অনেক বার হয়েছে। আসলে কি নিয়াজ স্যারের পর (গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ) আমি কম সময়ে নর্ম পেয়েছি। আমার বয়সে নিয়াজ স্যার গ্র্যান্ডমাস্টার হয়ে গিয়েছিলেন। তখন কঠিন ছিল এখন আরো কঠিন এবং চ্যালেঞ্জিং হয়ে গেছে। আমি টার্গেট করছি এ বছরই আরো দুই নর্ম অর্জন করব।’ 

দুই নর্ম অর্জনের পাশাপাশি ২৫০০ রেটিং সম্পন্ন করতে হবে। সবকিছু যাচাই বাছাই করে আন্তর্জাতিক দাবা সংস্থা জিএম নর্ম ঘোষণা দেবে। এইচএসসি পরীক্ষার্থী ফাহাদ রহমান ক্লাব দাবায় পুলিশের হয়ে লিগে খেলেন। ভিয়েতনামের টুর্নামেন্টে ফাহাদের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছে পুলিশ। গতকাল বিকালে বিমানবন্দরে পৌঁছালে ফাহাদকে অভ্যর্থনা জানায় পুলিশ চেস ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, আবু সুফিয়ান শাকিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *