এ বছর আমিরির ক্ষমার সুবিধা পাবেন ৩৫০ বন্দি
Share Now..
আমিরি ক্ষমা কমিটি এই বছরের সাধারণ ক্ষমার সুবিধাভোগীদের বাছাই চূড়ান্ত করেছে প্রায় ৩৫০ জন বন্দির। আল-কাবাস দৈনিক নিরাপত্তা খাতের সূত্রের বরাত দিয়ে এই রিপোর্ট করেছে।
সূত্র জানিয়েছে, নাগরিক, বেদুন ও প্রবাসীসহ ১০০ বন্দিকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। বাকি ২৫০ জনের মধ্যে রয়েছে যাদের সাজা ও জরিমানা বাতিল করা হবে।
সূত্র নিশ্চিত করেছে, সুবিধাভোগীদের তালিকা অ্যাটর্নি জেনারেলের অনুমোদনের জন্য পাবলিক প্রসিকিউশনে জমা দেওয়া হবে। এরপর পর্যালোচনা ও অনুমোদনের জন্য আমিরি দেওয়ানের কাছে জমা দেওয়া হবে। যাদের ক্ষমা করা হবে তাদের বিষয়ে ডিক্রি ২৫ ফেব্রুয়ারি জারি করা হবে।
সূত্র আরও জানায়, যেসব প্রবাসী বন্দি মুক্তি পাবে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য নির্বাসন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।