ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে 

Share Now..

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ তার রিমান্ড মঞ্জুর করেন।

আব্দুল মতিন হাওলাদারকে এদিন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করেন বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার কেরানীগঞ্জে শিক্ষার্থী রিয়াজ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কেরাণীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর ইলিয়াস হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আব্দুল মতিন হাওলাদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন আব্দুল মতিন হাওলাদার। তার অবস্থানের খবর পেয়ে রোববার (১০ নভেম্বর) বিকেল থেকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা। অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (১১ নভেম্বর) ভোরে সেখান থেকে তাকে আটক করা হয়।

One thought on “ওবায়দুল কাদেরের পিএস মতিন ৩ দিনের রিমান্ডে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *