ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন সেতুমন্ত্রীর সর্বশেষ শারীরিক পরিস্থিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
তিনি বলেন, পর্যবেক্ষণের জন্য তাকে আরও দুএকদিন তাকে হাসপাতালে ভর্তি রাখা হবে। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কোনো প্রয়োজন নেই।
শারফুদ্দিন আহমেদ বলেন, গতকাল থেকে শ্বাসকষ্ট বলে অনেকে প্রচার করেছেন, আসলে তা নয়। একটু বুকে ব্যথা ছিল।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার, ডায়বেটিস ছিল, হার্টে সমস্যা ছিল- সবকিছু এখন মোটামুটি সেটেল ডাউন করেছে। তার কোনো শ্বাসকষ্ট নেই। চলতে ফিরতে কোনো বাধা নেই।
এর আগে, কাদেরের শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেন তার চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডের প্রধান বিএসএমএমইউ উপাচার্য।