ওয়াজ শুনে বাড়ি ফেরা হলো না \ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

Share Now..

\ স্টাফ রিপোর্টার ঝিনাইদহ \
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চরমালিথিয়া গ্রামের শেখপাড়া ও ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য শৈলকুপার কবিরপুর এলাকার আহাদ আলীর ছেলে আসাদুজ্জামান (৬৫) ও নৌপাড়া এলাকার জেহের আলী বিশ্বাসের ছেলে টেম্পু চালক বাবু বিশ্বাস (৫০)। এ ঘটনায় ৩ জন মুসল্লী আহত হন। শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল খবর নিশ্চত করে শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে মাগুরা থেকে ওয়াজ মাহফিল শুনে টেম্পু যোগে শৈলকুপায় ফিরছিলেন কয়েকজন মুসল্লি। তারা মাগুরা-শ্রীপুর সড়কের শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুতে থাকা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান, চালক বাবু বিশ্বাস ও স্বপন মিয়াসহ ৬জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে টেম্পু চালক বাবু বিশ্বাস ও মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আসাদুজ্জামান মারা যান। আহত অন্যদেরকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। লাঙ্গলবাদ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার নগরবাথান বাজারে একটি মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে হলিধানী গ্রামের ইউনুস আলীর ছেলে তামিম (২০) ও মহেশপুরের চাঁদ আলীর ছেলে মারুফ (১৬) গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে তামিমের অবস্থা আশংকাজনক বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *